at 90 Muktaram Babu Street, Jorasanko, Kolkata (4 mins walk from Mahatma Gandhi Metro Station) Time: 4PM – 8PM Refreshments: Light snacks and tea were served.
আমাদের ক্লাব ঘনাদাবিষয়ক ‘একটি ক্লাব’ ভাবলে ভুল হবে। এটিই একমাত্র স্বীকৃত ঘনাদা ক্লাব। স্বয়ং প্রেমেন্দ্র মিত্র জীবিত থাকতে একই নামে যে-ক্লাব কিশোর জ্ঞান-বিজ্ঞান পত্রিকার উদ্যোগে গঠিত হয়েছিল তারই পুনরুজ্জীবিত উত্তরসূরি হিসেবে এটিকে আমরা ভাবতে পারি।
প্রেমেন্দ্র-পুত্র মৃন্ময় মিত্র স্বয়ং এই ক্লাবের দ্বিতীয় সভায় উপস্থিত থেকে একে স্বীকৃতি দিয়েছেন।