Membership

Ghanada Club Membership

(যতদিন না আমাদের নিজস্ব Society Registration ও Bank Account হয়,
ততদিন এটাকে চাঁদা না বলে  অনুদান হিসাবেই ধরা হবে)

এই অনুদান/সদস্য চাঁদা বাধ্যতামুলক নয়
যদি কেউ চাঁদায় অপারক হন অথবা না দিতে চান, তার জন্যে এই ক্লাবে যোগদান করা বা সভায় উপস্থিত থাকায় কোন বাধা বা প্রতিবন্ধকতা নেই, সকলকেই স্বাগত জানাই।

যদি আপনি এখনও ঘনাদা ক্লাবের সদস্যপদ গ্রহন করে না থাকেন বা যদি ঘনাদা ক্লাবে
অনুদান করতে চান, নীচের দুটি লিঙ্কে ক্লিক করুন।
যদি আপনি ঘনাদা ক্লাবের সদস্যপদ গ্রহন না করেই অনুদান পাঠান,
তাহলে আপনাকে আমরা সদস্য হিসেবে গন্য করব।
(সদস্যপদ গ্রহণে অনুদান বাধ্যতামূলক নয়)

ঘনাদা ক্লাবের গত মিটিং-এ আমরা একটা তহবিল সংগ্রহের বিষয়ে আলোচনা করেছিলাম।
January 5, 2020 আমরা কয়েকজন মিলে টেলি-কনফারেন্সে ঐ বিষয়টি নিয়ে পুনরায় আলোচনা করেছি। তাতে যে মতামতগুলি উঠে এসেছে, তা লিপিবদ্ধ করছি —

১) আমাদের মিটিংগুলোর বার্ষিক খরচ আনুমানিক ২০,০০০.০০ টাকা।
২) যদি আমাদের ৮০ থেকে ১০০ জন সদস্য হয়, তাহলে মাসিক ২০ টাকা হিসাবে চাঁদা ধরলেই এই খরচ উঠে আসে।
৩) যদি প্রাথমিক ভাবে সদস্য সংখ্যা কম হয় তাহলে আমরা সব সদস্যরা আনুপাতিক হারে চাঁদা দিলেই আর কোন সমস্যা থাকে না।
৪) এই চাঁদা আমরা সুবিধা অনুযায়ী ত্রৈমাসিক বা বার্ষিক হিসাবে দিতে পারি।
৫) চাঁদা সংগ্রহের জন্য Paytm, Google pay অথবা Net Bnaking করা সবচেয়ে সহজ উপায়।

*** জরুরী ***
বাটন-এ ক্লিক করার আগে নিম্নলিখিত তিনটি প্রয়োজনীয় বিষয় উল্লেখ করবেন।
১) আপনার নাম
২) প্রেরিত অনুদানের পরিমাণ
৩) কোন পদ্ধতিতে আপনি রাশি পাঠাচ্ছেন

স্বয়ংক্রিয় পদ্ধতিতে আমরা ঐ তথ্য database–এ লিপিবদ্ধ করবো।  ফলে হস্তলিখন ব্যতীত আমরা ঐ হিসাবের কাজ সম্পন্ন করতে পারবো। নিয়মিত ভাবে আমরা এই রিপোর্ট আমাদের গ্রুপের website-এ প্রকাশ করবো এবং সদস্যদের কাছে সহজলভ্য হবে। 

–  জয়দেব গুপ্ত
জানুয়ারী ৮, ২০২০