BLOG: ‘Kailashey Ghanada’ Comics – 1

বাংলা খবরের কাগজের কমিকস ?
সে-জিনিস আবার আর কেউ সংরক্ষণ করেন নাকি ?
করেন । পাওয়া গিয়েছিল এমন একজনকে ।

শ্রী দেবাশিস চক্রবর্তী ।
মনে আছে  BlOGUS ব্লগের পোস্ট – চারটি ভাগে বিন্যস্ত ‘কমিকসে ‘চারমূর্তি’’ ?
https://blogus-abogusblog.blogspot.in/2016/12/Charmurti-Comics-1.html
https://blogus-abogusblog.blogspot.in/2017/01/Charmurti-Comics-2.html
https://blogus-abogusblog.blogspot.in/2017/01/Charmurti-Comics-3.html
https://blogus-abogusblog.blogspot.in/2017/02/Charmurti-Comics-4.html

আজ রইল দেবাশিস বাবু-র বাঁচিয়ে-রাখা আরও এক আশ্চর্য গুপ্তধনের খবর ।

সম্ভবত ১৩৭৮ সন ।
যুগান্তর’ পত্রিকায় প্রকাশিত হতে থাকে ‘কৈলাসে ঘনাদা’ চিত্র-কাহিনি ।
ভ্রূ কুঞ্চিত হল তো ?
সত্যিই প্রেমেন্দ্র মিত্র ঐ নামে ঘনাদা-র কোনো কিসসা লিখে যাননি ।
আসলে ছোটগল্পটি সুপরিচিত । কমিকস-সংস্করণে নাম গিয়েছে বদলে ।
একটা সূত্র দিচ্ছি । ‘ঙগারুসেরচঙ্’ !
ঘনা-ঘনিষ্ঠদের পক্ষে ঐটুকুই কাফি ।
ঠিক । ‘হাঁস’ (১৯৫৭) । এই গল্পটিকেই ‘কৈলাসে ঘনাদা’ রূপে চিত্রায়িত করেন ফাল্গুনী ।
[‘হাঁস’-এর প্রথম প্রকাশিত অলংকরণগুচ্ছ প্রদর্শিত হয়েছে ‘ঘনাদা গ্যালারি’-তে :
http://ghanada.wixsite.com/ghanada-gallery/short-stories-from-the-1950s ]

কিন্তু পদবিহীন শিল্পী ফাল্গুনী-র পরিচয় ? 

অঙ্কনশৈলী ইঙ্গিত দিচ্ছে, ইনি স্বয়ং ধ্রুব রায় (১৯৩৬ – ১৯৯৩), যাঁর অপর এক ছদ্মনাম পোলারিস । 
অবিস্মরণীয় প্রচ্ছদ সহ ঘনশ্যাম-সিরিজের দুখানি গ্রন্থ ‘ঘনাদার ফুঁ’ এবং ‘ঘনাদার হিজ বিজ বিজ’ তাঁরই বিচিত্রিত ।
[দ্রষ্টব্য ‘ঘনাদা গ্যালারি’ ওয়েবসাইট :
http://ghanada.wixsite.com/ghanada-gallery/books-with-new-ghanada-texts ]
এছাড়া ‘শারদীয় পক্ষিরাজ’-এ ‘পরাশরে ঘনাদায়’ (১৯৮২), ‘আঠারো নয় উনিশ’ (১৯৮৩), ‘কালো ফুটো সাদা ফুটো’ (১৯৮৫) ।
কৈলাসে ঘনাদা’ কমিকসটির নায়কের সঙ্গে এই গল্পত্রয়ীর ঘনাদা-র সাদৃশ্য সুস্পষ্ট । 

কৈলাসে ঘনাদা’ মোট ১৯৭ কিস্তির ধারাবাহিক !
BlOGUS ব্লগের একটি কেন, পাঁচখানি পোস্টও ধারাবাহিক কমিকসটি সম্পূর্ণ প্রদর্শনের পক্ষে যথেষ্ট নয় ।
আজকের ‘‘কৈলাসে ঘনাদা কমিকস – ১’-এ রইল কিস্তি #  – ২০ ।
কিন্তু গোড়াতেই রসভঙ্গ ।
কিস্তি #  অনুপস্থিত দেবাশিস বাবু-র সংগ্রহে ।
ফলে আমাদের পোস্টেও তা বাদ রইল । ক্ষমা চাইছি ।
আমরা ঋণী কমিকস-ভক্ত শ্রী স্বাগত দত্ত বর্মণ-এর কাছে ।
কৈলাসে ঘনাদা’-র অমূল্য খাতাখানি তিনিই যত্নসহকারে স্ক্যান করেছেন ।
উপহার দিয়েছেন BlOGUS-কে ।

১৯ শে নভেম্বর ১৯৭১-এ শুরু । সম্ভবত ১৫ ই জুলাই ১৯৭২ তারিখে অন্তিম কিস্তি । 
দৈনিক ‘যুগান্তর’ থেকে কেটে-রাখা ‘কৈলাসে ঘনাদা’ কমিকসের লম্বাটে টুকরোগুলির ওপিঠ পরীক্ষা করে এমনটাই অনুমান করেছেন শ্রী সোমনাথ দাশগুপ্ত । 
তাঁকেও কৃতজ্ঞতা জানাই । 

সর্বোপরি, শ্রী দেবাশিস চক্রবর্তী । অশেষ ধন্যবাদ আপনাকে ।
ভাগ্যিস আপনি ছোটবেলায় সংবাদপত্রের ছবিতে-গল্প এমন সযত্নে জমিয়ে রাখতেন ।

‘কৈলাসে ঘনাদা’ কমিকস, কিস্তি ১ - ৭, ‘যুগান্তর’, ১৩৭৮ - ১৩৭৯ (?) । মূল কাহিনি ।। ‘হাঁস’, প্রেমেন্দ্র মিত্র । শিল্পী ।। ফাল্গুনী (ধ্রুব রায়?) ।
এর পরেই বসবার কথা ছিল ‘কৈলাসে ঘনাদা’ কমিকসের কিস্তি # ৮-এর । পরিবর্তে রইল এই শূন্যস্থান । আমরা দুঃখিত ।
‘কৈলাসে ঘনাদা’ কমিকস, কিস্তি ৯ - ১৪, ‘যুগান্তর’, ১৩৭৮ - ১৩৭৯ (?) । মূল কাহিনি ।। ‘হাঁস’, প্রেমেন্দ্র মিত্র । শিল্পী ।। ফাল্গুনী (ধ্রুব রায়?) ।
‘কৈলাসে ঘনাদা’ কমিকস, কিস্তি ১৫ - ২০, ‘যুগান্তর’, ১৩৭৮ - ১৩৭৯ (?) । মূল কাহিনি ।। ‘হাঁস’, প্রেমেন্দ্র মিত্র । শিল্পী ।। ফাল্গুনী (ধ্রুব রায়?) ।